মাঠের লড়াইয়ে ছিলেন না প্রাণভোমরা ক্রিশ্চিয়ানো রোনালদো। তবুও জয় ছিনিয়ে নিতে বেগ পতে হয়নি আল নাসরকে। এএফসি চ্যাম্পিয়নস লিগ টুতে প্রতিপক্ষ আল জাওয়ারাকে ২-০ গোলে হারিয়েছে রোনালদোর দল।
মাঠের লড়াইয়ে ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। ছিলেন বেঞ্চে বসে। তারপরও দলের পারফরম্যান্সে পড়েনি কোনো ধরনের বাজে প্রভাব। বরং সৌদি কিং কাপে গোল উৎসব করেছে সিআর সেভেনবিহীন আল নাসর।
মাঠে ম্যাজিক দেখালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এক ম্যাচ বিরতি দিয়ে ফিরেই দেখালেন ছন্দময় ফুটবলের ঝলক। উপহার দিলেন জোড়া গোল। পর্তুগিজ সুপারস্টারের সঙ্গে ডাবল গোল এনে দেন তার সতীর্থ জোয়াও ফেলিক্সও। দুজনের অসাধারণ নৈপুণ্যে গোল উৎসব করল আল নাসর। সৌদি আরবের জায়ান্ট ক্লাবটি পেল বড় জয়।